Home খেলা কোচের বিরুদ্ধে বডি শেমিংয়ের লিখিত অভিযোগ নারী ফুটবলারদের

কোচের বিরুদ্ধে বডি শেমিংয়ের লিখিত অভিযোগ নারী ফুটবলারদের

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: টানা দুই সাফ জয়ী বাংলাদেশ নারী দলের ফুটবলররা হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বডি শেমিংয়ের অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার নারী দলের ১৮ ফুটবলার স্বাক্ষরিত একটি তিন পাতার লিখিত অভিযোগ সংবাদ মাধ্যমকে পাঠানো হয়েছে। সেখানে এই বডি শেমিংয়ের কথা উল্লেখ করেছেন তারা।

বিষয়টি গতকাল বুধবার বাফুফের সভাপতি তাবিথ আওয়ালকে চিঠির মাধ্যমে জানিয়েছেন বলেও অভিযোগে মেয়েরা উল্লেখ করেছেন। নারীরা লিখেছেন, বাফুফে কোন ব্যবস্থা না নিলে তারা গণঅবসরের সিদ্ধান্ত নেবেন। ধরে নেবেন- দেশের ফুটবলে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে।

লিখিত অভিযোগে নারী ফুটবল দলের মনিকা, মাছুরা, শামসুন্নাহার, ঋতু মনি, মারিয়া মান্ডা, রুপনা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা, শিউলি, কৃষ্ণা, তহুরা, সাগরিকা, স্বর্ণা ও সুমাইয়ারা স্বাক্ষর করেছেন।

অভিযোগে নারী ক্রিকেটাররা লিখেছেন, কোচ বাটলার তাদের সঙ্গে মাঠ ও মাঠের বাইরে র্দূব্যবহার করেছেন, হাসি-ঠাট্টা করেছেন। সিনিয়র ও জুনিয়রের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন। নারী ফুটবলারদের পোশাক নিয়ে কথা বলতে ছাড়েননি। বডি শেমিং করেছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে বাজে মন্তব্য করেছেন।

অভিযোগে উল্লেখিত বক্তব্য অনুযায়ী বাফুফে সভাপতিকে চিঠিতে নারী ফুটবলারা লিখেছেন- কোচ পিটারের আচরণ দলের মধ্যে মারাত্মক উদ্বেগের সৃষ্টি করেছে। গত ছয় মাসে পিটারের থেকে অনেক গালি-গালাচ শুনতে হয়েছে তাদের। কোচ মানসিক হয়রানি ও উৎপীড়নের একাধিক ঘটনা ঘটিয়েছেন।

বাফুফে সভাপতি বিয়ষটি গুরুত্ব সহকারে নিয়ে আশু সমাধান করবেন এই আশা ব্যক্ত করেছেন নারী ফুটবলাররা। এর আগ পর্যন্ত পিটারের অধীনে তারা কোন অনুশীলন ক্যাম্প করবেন না বলেও জানিয়েছেন। পিটারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের বিরুদ্ধে বাফুফে উল্টো ব্যবস্থা নিয়ে তারা অবসরে বাধ্য হবেন বলেও উল্লেখ করেছেন।

এর আগে বুধবার বাংলাদেশ নারী দলের বেশ ক’জন ফুটবলার সংযুক্ত আরব আমিরাত সফরের অনুশীলন ক্যাম্প বয়কট করেন। তখনই জানা যায়, কোচ পিটার বাটলারের সঙ্গে দূরত্বের কারণে তারা অনুশীলন বয়কট করেছেন। এছাড়া নারী ফুটবলাররা অক্টোবরের পর থেকে চুক্তির বাইরে থাকায় বেতন-ভাতা পাচ্ছেন না, বিদেশি খেলার অনুমতি পাচ্ছেন না; এসব কারণে তারা অনুশীলন বর্জন করেছেন বলেও জানা যায়।

নেপালে সাফ জয়ী বাংলাদেশ নারী দলের কোচ ছিলেন বাটলার। ওই সাফল্যের পর গত ১৭ জানুয়ারি তার সঙ্গে দুই বছরের নতুন চুক্তি নবায়ন করেছে বাফুফে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়েদের কোচ থাকার কথা বাটলারের। তার সঙ্গে চুক্তি নবায়নের আগেই কোচের বিষয়ে আপত্তি ছিল বেশ ক’জন নারী ফুটবলারের। তবে বাফুফে তা আমলে নেয়নি।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী