বাংলাপ্রেস ঢাকা: বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন কবে হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখনই বিভিন্ন নির্বাচনি এলাকায় নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর ‘নির্বাচনের আগে সংস্কার’কে অধিকতর গুরুত্ব দেয়া এই দলটি কেন তাদের নির্বাচনী প্রার্থী ঘোষণা করছে তা নিয়ে নানা মহলে আলোচনার জন্ম দিয়েছে।
গত বছর অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নির্বাচনের আগে সংস্কার কর্মসূচি বাস্তবায়নকেই গুরুত্ব দিয়ে আসছিলো দলটি। এমনকি এ নিয়ে তাদের এক সময়ের মিত্র ও দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গেও তাদের দূরত্ব তৈরি হয়েছে।
বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলীয় প্রস্তুতির অংশ হিসেবে তাদের দল যোগ্য প্রার্থী বের করতে একটি বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। “তবে কেন্দ্র থেকে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীদের নাম ঘোষণা করিনি,” বলছিলেন তিনি। দেশজুড়ে দলীয় ইউনিটগুলোকে সক্রিয় করে সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে দেশের বিভিন্ন জেলা সফর করছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এসব সফরে কর্মীসভাসহ বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নিচ্ছেন।
বিপি> আর এল