Home আন্তর্জাতিক রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা, শঙ্কায় যুদ্ধবিরতি

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা, শঙ্কায় যুদ্ধবিরতি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে উভয় দেশই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৬ মার্চ) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর ফলে দুই দেশের মধ্যে তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিল তা অনিশ্চিত হয়ে পড়েছে। খবর রয়টার্স

গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ওয়াশিংটনের দেয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব তিনি মানবেন। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তার বাহিনী হামলা চালিয়ে যাবে।

এদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়া অনেকটা সুবিধা জনক অবস্থানে রয়েছে। রাশিয়ার পশ্চিমাঞ্চল কুরস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটানোর দ্বারপ্রান্তে রয়েছে মস্কো।

রোববার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাদের আকাশ প্রতিরক্ষাবাহিনী রুশ সীমানার মধ্যে থাকা ৩১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

টেলিগ্রাম বার্তায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোনগুলোর মধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য ভোরোনেজে ১৬টি, বেলগ্রোড অঞ্চলে ৯টি এবং অন্যগুলো রসটভ এবং কুরস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়।

বেলগ্রোড অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় তিন জন আহত হয়েছে। এদের মধ্যে ৭ বছরের এক শিশু রয়েছে। ওই অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাডকভ এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেন কর্তৃপক্ষও রাশিয়ার বিরুদ্ধে একাধিক ড্রোন হামলার অভিযোগ করেছে। তারা জানিয়েছে, ইউক্রেনের উত্তরাঞ্চলীয় রাজ্য চেরনিহিভে রুশ ড্রোন হামলায় একটু উচ্চ ভবনে আগুন ধরে যায়। এতে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/টিআই

 

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী