বাংলাপ্রেস ডেস্ক: বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই রায় দেন।
এর আগে ২০০৭ সালের ২৭ মে বাবরকে আটক করে যৌথবাহিনী। গ্রেপ্তারের ৭ দিন পর গুলশান থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়।
পরবর্তীতে ২০০৭ সালের ৩০ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল লাইসেন্সহীন রিভলবার পাওয়ার অভিযোগে বাবরকে ১৭ বছরের সাজা দেন। তবে বিচারিক আদালতের এই সাজা অবৈধ ছিল বলে রায় পর্যবেক্ষণে উল্লেখ করেছেন হাইকোর্ট।
আদালতে বাবরের আইনজীবী বলেন, যৌথবাহিনী গ্রেপ্তারের ৭ দিন পর উদ্দেশ্যমূলভাবে এই মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়, একটি লাল-কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। কিন্তু জব্দ তালিকায় সেই ব্যাগ ছিল না।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই