Home রাজনীতি রাত ৮টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাত ৮টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

 

বাংলাপ্রেস ডেস্ক: দেশের চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার রাত আটটায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিন বিকাল সোয়া পাঁচটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির সংবাদমাধ্যমে এ তথ্য জানান। প্রথমে সন্ধ্যা সাতটায় সংবাদ সম্মেলন ঢাকা হলেও পরে তা পিছিয়ে রাত আটটায় নেওয়া হয়।

সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এ সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। আজ (২১ মার্চ) সন্ধ্যা সাতটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তবে পরে এক খুদে বার্তায় সংবাদ সম্মেলনের সময় পরিবর্তনের কথা জানানো হয়। তাতে বলা হয় রোজার কারণে সন্ধ্যা সাতটার পরিবর্তে রাত আটটায় অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/কেজে

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী