Home আন্তর্জাতিক সাবেক মার্কিন অ্যাটর্নি জেসিকা অ্যাবারের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

সাবেক মার্কিন অ্যাটর্নি জেসিকা অ্যাবারের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

মিনারা হেলেন: সাবেক মার্কিন অ্যাটর্নি এবং ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের আইনজীবী জেসিকা অ্যাবারের রহস্যজনক মৃত্যু ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকালে ৪৩ বছর বয়সে মৃত অবস্থায় পাওয়া গেছেন।
অ্যালেক্সান্দ্রিয়া পুলিশ বিভাগ (এপিডি) জানিয়েছে, অ্যাবারের মৃত্যুর কারণ এবং পরিস্থিতি তদন্তাধীন রয়েছে এবং ভার্জিনিয়ার চিফ মেডিকেল এক্সামিনারের অফিস এটি নির্ধারণ করবে।
এপিডি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকাল ৯:১৮ মিনিটে বেভারলি ড্রাইভের ৯০০ ব্লকে একটি অচেতন মহিলার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সেখানেই অ্যাবারের মরদেহ পাওয়া যায়।
অ্যাবার ২০০৯ সালে ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টে সহকারী মার্কিন অ্যাটর্নি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত, তিনি মার্কিন বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেলের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে, তিনি ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার ক্রিমিনাল ডিভিশনের ডেপুটি চিফ হন।
২০২১ সালে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তাকে মার্কিন অ্যাটর্নি হিসেবে মনোনীত করেন এবং সিনেটে সর্বসম্মতিক্রমে তার মনোনয়ন অনুমোদিত হয়। তিনি জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর পদত্যাগ করেন।
শনিবার, অ্যাবারের মৃত্যুর বিষয়ে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি শোক প্রকাশ করে এক বিবৃতি দেন।
তিনি বলেন ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের সাবেক মার্কিন অ্যাটর্নি জেসিকা অ্যাবারের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের হৃদয় ও প্রার্থনা রইলো
ভর্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জেসন মিয়ারেস সামাজিক মাধ্যম এক্স-এ অ্যাবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে লেখেন, ‘জেসিকা অ্যাবারের মৃত্যুর সংবাদ পেয়ে আমি গভীরভাবে শোকাহত। তিনি সারাজীবন জনসেবায় নিয়োজিত ছিলেন, যার মধ্যে মার্কিন অ্যাটর্নি হিসেবে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার যুদ্ধবিরতি ভার্জিনিয়া উদ্যোগ হয়তো আরও অনেক মানুষের জীবন বাঁচিয়েছে, যার পুরো প্রভাব আমরা কখনও সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারব না।’

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী