বাংলাপ্রেস ডেস্ক: অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর! চলতি মার্চের শেষের দিকে রাজধানীতে চালু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার। এতদিন বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা আবেদন ও প্রসেসিং নয়াদিল্লি থেকে পরিচালিত হলেও এবার সরাসরি ঢাকায় এই সুবিধা চালু হচ্ছে।
সোমবার (২৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এই তথ্য জানান। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে অবৈধ অভিবাসন প্রতিরোধ ও প্রত্যাবর্তন সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সিনিয়র সচিব বলেন, “অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার এতদিন বাংলাদেশের বাইরে ছিল। এবার ঢাকায় এই সেন্টার চালু হওয়ায় আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ হবে। আশা করা যাচ্ছে, ঈদের পরপরই এটি পুরোপুরি কার্যক্রম শুরু করবে।”
নতুন এই উদ্যোগের ফলে বাংলাদেশি নাগরিকরা এখন থেকে আরও সহজে ও দ্রুত সময়ে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে