Home আন্তর্জাতিক আন্তর্জাতিক চাপে ভারত: গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাব

আন্তর্জাতিক চাপে ভারত: গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাব

by বাংলাপ্রেস ডেস্ক
Published: Updated:
A+A-
Reset

 

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের স্বাধীন প্যানেল ইউএসসিআইআরএফের নতুন প্রতিবেদনে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান অমানবিক আচরণের কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) প্রকাশিত এই প্রতিবেদনে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর বিরুদ্ধে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ এনে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য বেড়ে যাওয়ায় দেশটিতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির অবনতি ঘটেছে। গত বছরের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপি মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এপ্রিলে মোদি মুসলিমদের “অনুপ্রবেশকারী” আখ্যা দিয়ে তাদের বেশি সন্তান নেওয়ার বিষয়ে মন্তব্য করেছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের টার্গেট করার অভিযোগ ভারতের বিরুদ্ধে উঠেছে। র’এর সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এক শিখ নেতাকে হত্যাচেষ্টার মামলাও চলছে। তবে ভারত এসব অভিযোগ অস্বীকার করে এসেছে এবং শিখ বিচ্ছিন্নতাবাদীদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে।

ইউএসসিআইআরএফের প্রতিবেদনে ভারতকে “বিশেষ উদ্বেগের দেশ” তালিকাভুক্ত করার পাশাপাশি র’ সংস্থা ও এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে। তবে এই সুপারিশ বাধ্যতামূলক না হওয়ায় নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে ভারত গুরুত্বপূর্ণ হওয়ায় মানবাধিকার ইস্যুগুলো পেছনে পড়ে যাচ্ছে। ভারত সরকার ইতিমধ্যে মার্কিন এই প্রতিবেদনকে “পক্ষপাতদুষ্ট” বলে আখ্যায়িত করেছে। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় দূতাবাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী