Home বাংলাদেশ নোয়াখালীতে তারেক জিয়ার ঈদ উপহার পেল দৃষ্টিশক্তি হারানো আমজাদ

নোয়াখালীতে তারেক জিয়ার ঈদ উপহার পেল দৃষ্টিশক্তি হারানো আমজাদ

জুলাই-আগস্ট আন্দোলন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নোয়াখালী প্রতিনিধি: জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে দুই চোখে দৃষ্টিশক্তি হারানো নোয়াখালীর কবিহাট উপজেলার ছাত্রদল নেতা আমজাদকে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থ সহায়তাসহ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) সকালে আমরা বিএনপি পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চিরিঙ্গা বাজার এলাকায় আমজাদের বাড়িতে গিয়ে তার হাতে অর্থ সহায়তাসহ ঈদ শুভেচ্ছা বার্তা তুলে দেন উপজেলা ও কবিরহাট কলেজ ছাত্রদলের নেতারা।

কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহসিন রিয়াজ জানান, আমজাদ হোসেনের বাড়িতে গিয়ে তার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অর্থসহায়তা ও ঈদ কার্ড দেওয়া হয়। জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকার যাত্রা বাড়িতে আমজাদ দুটি চোখে স্লিন্টারবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারান।

এ সময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহসিন রিয়াজ, সাবেক সদস্য সচিব ইয়াছিন ফরহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ প্রমূখ।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী