বাংলাপ্রেস ডেস্ক:পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য ঢাকা থেকে বাড়িতে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। যমুনা সেতু পাড় হয়ে উত্তরবঙ্গগামী যানবাহনগুলো স্বাভাবিক গতিতে গন্তব্য যাচ্ছে।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় গিয়ে দেখা যায়- রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো স্বাভাবিক গতিতেই নিজ নিজ গন্তব্যে যাচ্ছে।
জানা যায়, সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে স্বাভাবিক সময়ে উত্তর পশ্চিম ও দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রায় ১৫ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদকে সামনে রেখে এই সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, অন্যান্য বছর ঈদের এই সময় মহাসড়কে যানবাহনের যে চাপ থাকে, এ বছর সেটা দেখা যাচ্ছে না। আজ ভোর থেকে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও যানবাহনগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করছে। এখন পর্যন্ত কোথায়ও কোনো যানজটের খবর নেই।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই