Home বাংলাদেশ ঝিনাইদহে দেড়’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝিনাইদহে দেড়’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার বংকিরা গ্রামের ফজের বিশ্বাস ফাউন্ডেশনের সহযোগীতায় দুর্বার তারুণ্যের বংকিরা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ উপহার বিতরণ করে।

এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ ইকবাল কাজল, দুর্বার তারুণ্যের বংকিরা’র উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান উপদেষ্টা, উপদেষ্টাআনোয়ারপাশা বিদ্যুৎ উপদেষ্টা রাজিব হায়দার সবুজসহ অন্যান্যার উপস্থিত ছিলেন। পরে এলাকার দেড়’শ পরিবারের প্রত্যেককে দেওয়া হয় চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

আয়োজকরা জানান, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। উপহার পেয়ে উপহারভোগীরাও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী