Home আন্তর্জাতিক ঈদের শুভেচ্ছা জানালেন পুতিন

ঈদের শুভেচ্ছা জানালেন পুতিন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক:পবিত্র রমজান মাসের সমাপ্তির পর আজ ঈদুল ফিতর পালন করছে রাশিয়ান মুসলিমরা। মহিমান্বিত এই দিনে দেশটির মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (৩০ মার্চ) দেশটির মুসলিমদের কেন্দ্রীয় আধ্যাত্মিক অধিদপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

মুসলিমদের কেন্দ্রীয় আধ্যাত্মিক অধিদপ্তরের ওয়েবসাইটের পোস্টে পুতিনের চিঠির বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে রাশিয়ার প্রেসিডেন্ট অভিনন্দন জানিয়ে মুসলিম সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ অবদান স্মরণ করেছেন।

চিঠিতে পুতিন বলেন, ঈদুল ফিতরের ছুটিতে আমি আপনাদের উষ্ণ অভিনন্দন পাঠাচ্ছি। পবিত্র রমজান মাসের সমাপ্তির পর এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিনটি আধ্যাত্মিক সমৃদ্ধি, দয়া ও করুণার প্রতীক।

রাশিয়ার জনসাধারণ এবং আধ্যাত্মিক জীবনে মুসলিম সংগঠনগুলোর শিক্ষামূলক এবং দেশপ্রেমমূলক প্রকল্প ও উদ্যোগগুলোর ভূমিকাও উল্লেখ করেন তিনি। রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনও দিনটি উপলক্ষে মুসলমানদের অভিনন্দন জানিয়েছেন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/টিআই

 

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী