বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের সাতখামাইর এলাকায় মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের একটি কোচে আগুন ধরে গেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রী মো. ইসমাইল হোসেন জানান, শ্রীপুর থেকে ছেড়ে আসার পর সাতখামাইর রেলস্টেশনের কাছে ট্রেনের সর্বশেষ বগিতে হঠাৎ আগুন দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ট্রেনটি সেখানে থামানো হয়।
দুপুর ১২টা পর্যন্ত এই আগুন জ্বলছিল। আগুন লাগা কোচটিকে অন্য কোচ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে আপাতত ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. সাইদুর রহমান জানান, মহুয়া কমিউটার ট্রেনের কোচে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই