বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা পিটার হাস অন্তর্বর্তী সকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (০৮ মার্চ) প্রধান উপদেষ্টা সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন।
এই সাক্ষাতের বিষয়েটি নিশ্চত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
উল্লেখ্য, পিটার ডি হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালেই এপ্রিল পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এই পেশাদার কূটনীতিক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত ছিলেন।
এরপর ২০২৪ সালের অক্টোবরে তিনি মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন।
সূত্র: বাসস
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে