Home প্রবাস যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই বাংলাদেশি নিহত

by bnbanglapress
A+A-
Reset

 

ইমা এলিস: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ফ্লোরেন্স টাউনশিপে আন্তঃরাজ্য ২৯৫ সড়কে একটি দুর্ঘটনায় শিশুসহ দুই বাংলাদেশি নিহত ও আরও দুইজন আহত হওয়ার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতদের মধ্যে একজন ৩৬ বছর বয়সী পুরুষ ও একজন ৮ বছর বয়সী কন্যাশিশু উভয়েই বাংলাদেশি।
পুলিশ জানায়, রবিবার ৬ এপ্রিল রাত আনুমানিক ১০:১৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। সেই সময়, হুন্ডাই সান্তা ফে এবং হুন্ডাই টাকসন দুটি গাড়িই উত্তরমুখী ছিল। ৫০.৬ মাইলপোস্টের কাছে সান্তা ফে গাড়িটি ডান দিকের একটি গার্ডরেইলে ধাক্কা খায়।
ধাক্কার ফলে সান্তা ফে গাড়িটি আবার রাস্তায় ফিরে এসে টাকসন গাড়িটিকে আঘাত করে, এবং দুটো গাড়িই রাস্তা থেকে ছিটকে গিয়ে একাধিক গাছে ধাক্কা খায়। দুর্ঘটনায় টাকসনের চালক বাংলাদেশি শরফুদ্দিন (৩৬) এবং তার ৮ বছর বয়সী এক শিশু কন্যা রামিছা নিহত হয়। তবে পুলিশের পক্ষ থেকে তাদের পরিচয় এখনো জানানো হয়নি।
পুলিশ জানায়, টাকসনের এক ২৬ বছর বয়সী নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সান্তা ফে’র চালক তিনি মিয়ামি, ফ্লোরিডার ২৯ বছর বয়সী এক নারী, তিনিও গুরুতর আহত হয়েছেন। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
দুঃখজনক হলেও সত্য, নিউ জার্সিতে প্রতি বছর হাজার হাজার মানুষ একাধিক গাড়ির সংঘর্ষে নিহত বা আহত হন, যদিও নিরাপদ ড্রাইভিং নিয়ে অনেক প্রচারণা এবং সরকার, নির্মাতা প্রতিষ্ঠান ও ট্রাফিক বিশেষজ্ঞদের প্রচেষ্টা রয়েছে। এক বছরে নিউ জার্সিতে ২,৭৬,০০-এর বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়, যার ফলে প্রায় ৬০,০০০ মানুষ আহত হয়েছেন।
প্রত্যেক চালকের আইনি দায়িত্ব হলো তার যানবাহন নিরাপদভাবে পরিচালনা করা এবং অন্য চালক বা পথচারীদের জীবনের ঝুঁকি না নেওয়া। কিন্তু দুঃখজনকভাবে সব চালক এই দায়িত্ব পালন করেন না। অসাবধানতা বা অবহেলার ফলে অনেক সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। যদিও গাড়ি ও রাস্তাঘাটের নিরাপত্তা উন্নত হয়েছে, দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা সকল চালকের জন্য হুমকিস্বরূপ।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী