আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মঙ্গলবার (১৫এপ্রিল) বেলা ৩টায় উপজেলা পরিষদ চত্ত¡র হতে এক বর্ণাঢ্য র্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমী ভবন মাঠে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে দিবসটির শুভ উদ্বোধন
করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
পরে এক আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক, জামাতে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ আব্দুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওছমান গণি, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত মোহাম্মদ সোহেল রানা, সমাজ সেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহির মোহাম্মদ মিলন, শরিফ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিগণ মেলার স্টল পরিদর্শন করে। এতে করে কৃষি বিষয়ক ১৩টি স্টল মেলায় স্থান পায়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে