বাংলাপ্রেস ডেস্ক: ভারতে নিজ বাসা থেকে টেলি অভিনেতা ললিত মনচন্দার ঝুলন্ত মরদেহ উদ্ধার। সোমবার (২২ এপ্রিল) ভারতের উত্তর প্রদেশের মিরাটের নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়।
ভারতীয় গণমাধ্যমের দেয়া তথ্যমতে, গত রবিবার রাতে আলাদা একটি কক্ষে ঘুমাতে যান ললিত। পরদিন সকালে পরিবারের একজন ডাকতে গিয়ে তার মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়া হয় এবং পুলিশ এসে ঘটনাস্থল তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অভিনেতার মৃত্যুর কারণ আত্মহত্যা। তবে মরদেহের পাশে কোনো সুইসাইড নোট বা তেমন কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর নিশ্চিত করা হবে মৃত্যুর কারণ।
ইতোমধ্যেই অভিনেতার পরিবার এবং বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট না থাকায় খতিয়ে দেখা হচ্ছে। অভিনেতার মানসিক স্বাস্থ্য কেমন ছিল, সেটাও জানার চেষ্টা করা হচ্ছে।
তবে অভিনেতার ঘনিষ্ঠরা দাবি করছেন, কয়েক মাস ধরে মানসিক চাপ এবং ব্যক্তিগত কিছু সমস্যার সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। তবে সে থেকেই এই আত্মহত্যা কি না, সেটা এখনও স্পষ্ট নয়।
তারক মেহেতা কা উল্টা চশমা’ ছাড়াও ক্রাইম পেট্রলের মতো একাধিক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন ললিত। বড় পর্দায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ একটি ওয়েব সিরিজে কাজ করছিলেন তিনি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই