বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ মে) রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, রাজধানীর গ্রিনরোড ও রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), একই জেলার ডাসার উপজেলার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮) ও মাদারীপুরের কালাম সরদারের ছেলে মো. পলাশ সরদার (৩০)।
এর আগে মঙ্গলবার (১৩ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাত পাওয়া গেছে বলে জানা গেছে।
নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন তিনি।
সাম্যর বন্ধু ও সহপাঠী আশরাফুল ইসলাম রাফি জানান, ঢাবির আইআর ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন সাম্য। রাতে মোটরসাইকেলে করে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। ওই সময় আরেকটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি এবং ধস্তাধস্তির একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাম্যর ডান রানে আঘাত করে পালিয়ে যায়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই