Home বিনোদন চতুর্থ সন্তান চান শাহরুখ খান !

চতুর্থ সন্তান চান শাহরুখ খান !

by bnbanglapress
A+A-
Reset


বাংলাপ্রেস ঢাকা : ব্যস্ত শিডিউল। এর মাঝেও পরিবারকে সময় দিতে ভোলেন না শাহরুখ খান। ছোটবেলা থেকেই প্রায় একাই থেকেছেন। তাই নিজের বড় পরিবারই চান বলিউডের বাদশা। তাই আরিয়ান, সুহানা থাকতেও সারোগোসির মাধ্যমে আব্রামের জন্ম হয়। কিন্তু এখন তাতেও সন্তুষ্ট নন কিং খান। সোশ্যাল মিডিয়ায় যে বার্তা তিনি দিয়েছেন তাতে মনে হচ্ছে, পরিবারে আরও এক সন্তান চান তিনি। চান, আব্রামের ভাই কিংবা বোন হোক। এর জন্য আব্রামের পোশাক সংরক্ষিত রাখছেন তিনি। যাতে নিজের চতুর্থ সন্তানকে তা দিতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় শাহরুখের প্রচুর অনুরাগী। নিজের জীবনের সমস্ত খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নায়ক। কিন্তু ক’দিন ধরে ‘জিরো’র শুটিংয়ে বড় ব্যস্ত ছিলেন শাহরুখ। তাই সোশ্যাল মিডিয়ায় সেভাবে সময় দিতে পারেননি তিনি। সেই খামতি পূরণ করতেই নিজের ফলোয়ার জন্য একটি #AskSRK সেশন শুরু করেছিলেন। সেখানেই এক অনুরাগী শাহরুখকে জানান, তাঁকে স্বপ্নে দেখেছেন তিনি। আর দেখেছেন তাঁর চতুর্থ সন্তানকে। দু’জনকে বেশ ভাল লাগছিল একসঙ্গে।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী