Home বিনোদন চীনে জেলের জালে ধরা পড়ল পায়রা মাথা আকৃতি মাছ !

চীনে জেলের জালে ধরা পড়ল পায়রা মাথা আকৃতি মাছ !

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: চীনের এক সৌখিন মৎস্য শিকারির হাতে ধরা পড়েছে এমন একটি মাছ, যার মাথা দেখতে ঠিক পায়রার মতো। সঙ্গে সঙ্গেই প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ ছবি তুলে, কেউ কেউ ভিডিও করে তা ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত ৫ জুন দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরে এই মাছ শিকারের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে এটি রুই প্রজাতির এবং স্বচ্ছ পানির মাছ। সাধারণত এশিয়া ও উত্তর আমেরিকায় এই প্রজাতির মাছ দেখা যায়। সৌভাগ্যক্রমে যিনি মাছটি ধরেছিলেন, তিনি এটিকে কিছুক্ষণের মধ্যেই পানিতে ছেড়ে দেন। সম্প্রতি চীনে খুঁজে পাওয়া অস্বাভাবিক প্রাণিগুলোর মধ্যে এটি একটি। এর আগে গত মাসে চীনে আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করে ৩০টি নতুন সামুদ্রিক প্রাণি খুঁজে পাওয়া যায়। সেগুলোর একটি ছিল র‌্যাটফিস, যার বৃহদাকৃতির কান এবং চোখ আছে। যদিও তারা অন্ধ। এই ধরনের প্রাণি এর আগে দেখা যায়নি। মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মিররে প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী