Home প্রবাস যুক্তরাষ্ট্রে আজ পালিত হচ্ছে ঈদ

যুক্তরাষ্ট্রে আজ পালিত হচ্ছে ঈদ

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset


নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলমানরা আজ শুক্রবার ঈদ উদযাপন করবেন। সৌদি আরবে চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর দেশটির অধিকাংশ মসজিদ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ এবার ২৯ দিন রোজা পালন করলেন যুক্তরাষ্ট্রের মুসলমানরা।
সৌদি আরবে চাঁদ দেখার ছয় ঘণ্টা পর যুক্তরাষ্ট্র ও কানাডায় চাঁদ দেখতে পাওয়ার কথা। এ হিসাব ধরে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, বোস্টন, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, মিনেসোটা, অ্যারিজোনা, টেক্সাস এবং ওয়াশিংটন ডিসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর এসব অঙ্গরাজ্যগুলোতেও শুক্রবার ঈদুল ফিতরের নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্রে একাধিক দিনে ঈদ পালন করা হয়েছে। তবে এখন সেই বিভেদ আর নেই বললেই চলে। নিউ ইয়র্কের প্রধান প্রধান ঈদ জামাত হবে জ্যামাইকা মুসলিম সেন্টার, বাংলাদেশ মুসলিম সেন্টার, আল আমিন জামে মসজিদ, আল আমান জামে মসজিদ এবং বায়তুল জান্নাহ জামে মসজিদে।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী