Home বিনোদন সানির যে ছবিটা নেট দুনিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে

সানির যে ছবিটা নেট দুনিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে

by Dhaka Office
A+A-
Reset


বাংলাপ্রেস ডেস্ক,ঢাকা : বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না সানি লিওনের। সেই বিগ বস-এর সংসারে পা রাখার পর থেকেই শুরু হয়েছে তাঁকে নিয়ে সমালোচনা। পর্নস্টারও যে আর পাঁচজন অভিনেত্রীর মতোই হতে পারেন, এ বিষয়টি মানতে নারাজ অধিকাংশ মানুষ। যার জন্য তাঁকে বাঁকা চোখে দেখার অভ্যেসটা আজও রয়ে গিয়েছে অনেকেরই। বলিউডে অভিনয় করতে এসেও তাঁর অতীত তাড়া করে বেরিয়েছে বারবার। পরিচালকরাও তাঁর শরীরী ভাষাকেই বেশি করে ফুটিয়ে তুলতে চেয়েছেন বড়পর্দায়। এমনকী মহারাষ্ট্রের অনাথ শিশু নিশাকে দত্তক নেওয়া নিয়েও নানা কটূ কথা শুনতে হয়েছিল তাঁকে। তবে সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে বেশ কড়া হাতেই সামলেছেন সানি। কিন্তু সমস্যা হল, তিনি যাই করুন না কেন, বিতর্কে তাঁকে পড়তেই নয়। ফাদার্স ডে-তেও ঘটল একই ঘটনা।

ফাদার্স ডে উপলক্ষে স্ত্রী ও দত্তক নেওয়া মেয়ে নিশার একটি ছবি পোস্ট করেছিলেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। সাদা-কালো যে ছবিটিতে সানির শরীরে কোনও বস্ত্র ছিল না। ব্যস, তারপর থেকেই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেকেরই মতে, শুধুমাত্র শরীর প্রদর্শনের জন্যই ছবিটি পোস্ট করা হয়েছে। এখানেই শেষ নয়, অনেকে আবার বর্ণবিদ্বেষের প্রসঙ্গও টেনে এনেছে। তাদের বক্তব্য, নিশার সঙ্গে সানি ও ড্যানিয়েলের গায়ের রঙের পার্থক্যই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে অভিনেত্রী বা তাঁর স্বামী এসবে কান দেননি। বরং সানিভক্ত নেটিজেনরাই তাঁদের হয়ে পালটা দিয়েছেন। সানির পাশে দাঁড়িয়ে এক নেটিজেন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, মায়ের মতো পোশাক বলে আদৌ কি কিছু হয়? অন্য একজনের প্রশ্ন, ছবিটি একটি সুখী পরিবারের। সেটি কেমন তা বিচার করার আপনি কে? ফ্যানরা ছবিটির প্রশংসা করে সানিকে ও তাঁর পরিবারকে ফাদার্স ডে-র শুভেচ্ছাও জানিয়েছেন।

ড্যানেয়েলের পাশাপাশি সানিও তাঁর স্বামী ও দুই সন্তানের ছবি দিয়ে একটি মিষ্টি পোস্ট করেছিলেন পিতৃদিবস উপলক্ষে। যেখানে নিশা, আশার, নোওয়া ও নিজের তরফ থেকে ড্যানিয়েলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

বাংলাপ্রেস / আর এল

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী