Home বিনোদন অর্গাজমের দৃশ্যে শুটিং করতে অস্বস্তি হয়নি: কিয়ারা

অর্গাজমের দৃশ্যে শুটিং করতে অস্বস্তি হয়নি: কিয়ারা

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: অর্গাজমের দৃশ্যে শুটিং করতে তাঁর মোটেই অস্বস্তি হয়নি। স্ক্রিপ্টের প্রয়োজন অনুযায়ীই শুটিং হয়েছে। জানালেন করণ জোহরের শর্ট ফিল্ম ‘লাস্ট স্টোরিজ’ (Lust Stories)-র ‘বিতর্কিত’ দৃশ্যের অভিনেত্রী কিয়ারা আডবাণী। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা বলেছেন, আমরা সবাই পেশাদার অভিনেতা, অভিনেত্রী। তাই স্ক্রিপ্ট যেমন চেয়েছে, তেমনই কাজ করেছি।

মুক্তির পর থেকেই ‘লাস্ট স্টোরিজ’-এর এই অর্গাজম দৃশ্য নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। তোলপাড় শুরু হয়েছে ফিল্ম সমালোচক ও কলাকুশলী মহলে। এমন খোলামেলা যৌন দৃশ্য সিনেমায় তুলে ধরা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ আবার এও বলছেন, সাহসী হচ্ছে বলিউড। এ বার সেই বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।

সাক্ষাৎকারে কিয়ারা বলেন, শুটিং-এর আগেই কর্ণ আমাকে ওই দৃশ্য নিয়ে পুরোটা জানায়। চিত্রনাট্য যে ভাবে লেখা হয়েছে, তারই প্রতিফলন ঘটেছে অ্যানার অভিনয়ে। আমরা পেশাদার। তাই অস্বস্তির কিছু নেই। কিয়ারা বলেছেন, আমি মনে করি, এটা খুবই স্বাভাবিক। তবু অনেকে এটা নিয়ে সমালোচনা করছেন। একটা সময় বড় পর্দায় চুমু খাওয়ার দৃশ্য স্বাভাবিক ভাবে নিতে পারতেন না দর্শকরা। কিন্তু এখন তো সেটা জলভাত। এটাও এক সময় স্বাভাবিক হয়ে যাবে।

অভিনেত্রীর আরও বলেন, সবাই শিক্ষিত ও সচেতন। যত ক্ষণ না চিত্রনাট্যের সঙ্গে অপ্রাসঙ্গিক কোনও কিছু জুড়ে দেওয়া হচ্ছে, তত ক্ষণ সেটা ভাল। বরং ইচ্ছাকৃত ভাবে স্বাভাবিক বিষয়কে চেপে রাখাটাই অন্যায়।

জয়া আখতার, কর্ণ জোহর, অনুরাগ কাশ্যপ এবং দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় চারটি শর্ট ফিল্মের সমন্বয় ‘লাস্ট স্টোরিজ’। এর মধ্যে করণ জোহরের গল্পটিতে কিয়ারা এক নববধূর চরিত্রে অভিনয় করেছেন, যিনি স্বামীর সঙ্গে যৌন মিলনে অখুশি। তাই হস্তমৈথুনের মাধ্যমে নিজের যৌনতার চাহিদা মেটান। কিয়ারার সেই হস্তমৈথুনের দৃশ্য নিয়েই যাবতীয় বিতর্ক।

এই দৃশ্যে আবার ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার টাইটেল সং ব্যবহার করেও বিতর্কে জড়িয়েছেন করণ, যে সিনেমার পরিচালক ছিলেন তিনি নিজেই। এ নিয়ে লতা মঙ্গেশকরের পরিবার প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা প্রশ্ন তুলেছিলেন, এই ধরনের একটি দৃশ্যে ওই গান ব্যবহার করে লতা মঙ্গেশকর এবং তাঁর পরিবারকে অপমান করেছেন করণ জোহর।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী