Home জীবনযাপন নবীনগরে প্রশাসনের উপস্থিতিতে সুন্নী-ওহাবীর দ্বন্দ্ব শান্তিপূর্নভাবে মিমাংসা

নবীনগরে প্রশাসনের উপস্থিতিতে সুন্নী-ওহাবীর দ্বন্দ্ব শান্তিপূর্নভাবে মিমাংসা

by Dhaka Office
A+A-
Reset

মোহাম্মদ জাকারিয়া, বাহ্মণবাড়িয়া থেকে : বাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মীরপুরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে সুন্নী ওহাবীর দ্বন্দ্ব অবশেষে আজ সোমবার(১০/৬) প্রশাসনের উপস্থিতিতে শান্তিপুর্ণভাবে মিমাংসা হয়েছে।

জসীম উদ্দীন মাষ্টারের সভাপতিত্বে ও আবু নাছার মেম্বারের পরিচালনায় উভয় পক্ষের উপস্থিতিতে বিকাল চারটায় শুরু হওয়া উক্ত সমঝোতা সভায় সমন্বয়ক হিসেবে উপস্থিতে ছিলেন শিবপুর পুলিশ ফাড়ি ইনচার্জ আব্দুর রহিম ও এ এস আই মশিউর রহমান।গত কয়েকদিন ধরে মিলাদ কিয়াম নিয়ে মিরপুর গ্রামের সুন্নী ওহাবী অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করেছিল।

উত্তেজনার প্রেক্ষিতে এস আই আব্দুর রহিম উপস্থিত মুসলিম জনতার উদ্দ্যশ্যে বলেন,”আপনাদের সকলের মনোভাব দেখে বুঝতে পেরেছি যে এই গ্রাম অলি আউলিয়াদের গ্রাম এখানে জনগন মিলাদ কিয়ামের পক্ষে প্রায় শতকরা ৯৯% জন মুসল্লী।তাই আমি এই গ্রামের শান্তির লক্ষ্য বলতে চাই আপনার সবাই মিলাদ কিয়াম করবেন।মসজিদ কোন দলাদলির জায়গায় না।” সভা শেষে উভয় পক্ষের উপস্থিতি মিলাদ ও কিয়াম করানো হয় এবং পক্ষ ও বিপক্ষের লোকদের একজন আরেকজনকে জড়িয়ে ধরিয়ে অঙ্গিকার করানো হয় ভবিষ্যতে ইসলামের কল্যাণে সবাই একসাথে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বাছির,মাওলানা ইব্রাহিম,হাফেজ নাজমুল হোসেন,মাওলানা আবু হানিফ,হাফেজ সারোয়ার,হুমায়ুন সরকার,হাজী মোতাহার হোসেন,ডা.আবদুর রউফ(রুসন),বাবুল সর্দার,খুসরুজ্জামান,হামদু মিয়া,কেনু মেম্বার,হারুন মিয়াসহ মিরপুর গ্রামের হাজার হাজার মুসল্লী।
মিলাদ কিয়াম পরিচালনা করেন মো.কাউছার মিয়া ও দোয়া পরিচালনা করেন ক্বারী আব্দুল বাছির।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী