Home আন্তর্জাতিক ১৬ জুলাই ট্রাম্প-পুতিন বৈঠক

১৬ জুলাই ট্রাম্প-পুতিন বৈঠক

by bnbanglapress
A+A-
Reset

ছবি: এপি

বাংলাপ্রেস অনলাইন: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুলাই। আসন্ন বৈঠক নিয়ে বেশ উচ্ছ্বসিত ভ্লাদিমির পুতিন। এমনটিই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

কয়েকদিন আগে পারমাণবিক দুই শক্তিধর রাষ্ট্রের প্রধানদের মধ্যে ঐতিহাসিক বৈঠকের সময় ও তারিখ নির্ধারণের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। তবে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কোথাও এ বৈঠক অনুষ্ঠিত হবে না। দু’নেতার ঐতিহাসিক এ বৈঠক অনুষ্ঠিত হবে ফিনল্যান্ডের হেলসিংকিতে। গতকাল সোমবার কনফারেন্স কলে পেসকভ সাংবাদিকদের জানান, ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে বেশ উচ্ছ্বসিত। এ বৈঠক নিয়ে তিনি অনেক আশাবাদী। পেসকভ আরও বলেন, পুতিন চলতি সপ্তাহে রাশিয়ায় আসা যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা এখন পর্যন্ত তিনি কিছু ঠিক করেননি।

বাংলাপ্রেস/ইউএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী