Home রাজনীতি মির্জা ফখরুল ইসলাম সুস্থ্য বাসায় ফিরেছেন

মির্জা ফখরুল ইসলাম সুস্থ্য বাসায় ফিরেছেন

by Dhaka Office
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

জানা গেছে, গতকাল মির্জা ফখরুলের ছোট চাচা মির্জা মিজানুর রহমান পিংকুর জানাজা শেষে তার মরদেহ ঠাকুরগাঁও নিয়ে যাওয়া হয়। ওই জানাজায় অংশ নেওয়ার পরপরই তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে সকাল ৮টার দিকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। এদিকে মির্জা ফখরুলের অসুস্থতার খবর পেয়ে গতকাল দিনভর বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা ইউনাইটেড হাসপাতালেন তাকে দেখতে যান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ, বিএনপি নেতা কামরুজ্জামান রতন হাসপাতালে যান ।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী