Home বিনোদন অভিনেত্রী জয়া আহসানের আসলে বয়স কত ?

অভিনেত্রী জয়া আহসানের আসলে বয়স কত ?

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: সকালের বেধবার লগে রাইতের ছিনালের কোনও মিল নাই না!’- এ সংলাপ যেন তাঁর মুখেই মানায়। কাঁটাতারে বেড়া পেরিয়ে বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছেন জয়া আহসান। ‘বিসর্জন’-এর পদ্মার স্মৃতি সিনেপ্রেমীদের মনে এখনও টাটকা। এর মধ্যেই ‘ক্রিসক্রস’-এর মিস সেন হয়ে উঠেছেন নায়িকা। এই নায়িকার বয়স নাকি ৪৬! অবাক হচ্ছেন? এমনটাই যে উইকিপিডিয়া-র দাবি। বিশ্বাস না হয়, নিজের চোখেই দেখে নিন।

এমন সুন্দরী নায়িকার বয়স কি ৪৬ হতে পারে? এই প্রশ্নই বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়ায়। ভারচুয়াল জগতের মাধ্যমেই যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন নায়িকা। নিজের ফেসবুক প্রোফাইলে উৎসাহীদের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন জয়া। বহুদিন ধরেই বয়স নিয়ে এ বিভ্রান্তির শিকার নায়িকা। কিন্তু এতদিন বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি তিনি। কারণ তিনি বিশ্বাস করেন, বয়স কখনও অভিনেতা বা অভিনেত্রীর কাজের ক্ষেত্রে আলোচ্য বিষয় হতে পারে না। কিন্তু গত কয়েকদিনে এ নিয়ে যেভাবে চর্চা হচ্ছে তাতে বেজায় বিরক্ত অভিনেত্রী।

এ নিয়ে তাই সোশ্যাল মিডিয়ায় লিখতে বাধ্য হয়েছেন। নিজের স্টেটাসে জয়া জানিয়েছেন, ৪৬ বছর আগে তাঁর বাবা-মায়ের বিয়ে তো দূরের কথা তাঁদের দেখাও হয়নি। আর কেবল বয়স নিয়েই নয়, তাঁর সম্পর্কে আরও অনেক তথ্য ভুল দেওয়া রয়েছে। নায়িকারা দুই বোন এক ভাই। অথচ একাধিক সংবাদমাধ্যমে তাঁর আরও দুই বোন ও ভাইয়ের কথা বলা হয়েছে। ব্রাহ্মণবেড়িয়ায় নয় তাঁর বাড়ি গোপালগঞ্জে। এমনকী নায়িকার বাবার নামও ভুল লেখা হয়েছে। আলি আহসান সিডনি নয় নায়িকার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। নাম এএস মাসুদ। এই বক্তব্য পরিষ্কার করেই নায়িকা সাংবাদিককূলকে অনুরোধ করেছেন, তাঁর কাজ নিয়ে লেখার সময় যেন এই বয়সের বিষয়টি উল্লেখ করা না হয়। কারণ তা অপ্রাসঙ্গিক। তবে প্রাসঙ্গিক বক্তব্যটি জয়া নিজেই জানিয়ে দিয়েছেন। আর নিজের বয়স নিয়ে যাবতীয় বিভ্রান্তিও দূর করেছেন।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী