Home অন্যান্য ধুনটে ভ্যানচালকের ছেলে পেল মেডিকেলে পড়ার খরচ

ধুনটে ভ্যানচালকের ছেলে পেল মেডিকেলে পড়ার খরচ

by Dhaka Office
A+A-
Reset

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: ভর্তি পরীক্ষায় ১৮৪ তম স্থান অধিকার করেও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি নিয়ে অনিশ্চিয়তায় পড়া এক ভ্যানচালকের ছেলে সবুজ হোসেনের মলিন মুখে অবশেষে হাসি ফুটে উঠেছে। সবুজ হোসেন বগুড়ার ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামের ভ্যানচালক বেলাল হোসেনের ছেলে।

নানা প্রতিকূলতা মাড়িয়ে সবুজ ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি এবং ২০১৯ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে পাশ করেন। সবুজ মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দেখা দেয় সংকট। পরিবারটি দূর্বিষহ জীবনের চিত্র তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। অবশেষে সবুজের এই বাধা দূর হয় বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের উদ্যোগে।

সবুজ ও তার পরিবারের সাথে মোবাইলে কথা বলে এমপি হাবিবর রহমান তাদের পাশে থাকার ঘোষণা দেন। সেই সাথে মেডিকেল কলেজে ভর্তির জন্য তার হাতে নগদ অর্থও তুলে দেন। ভর্তির সামর্থ্য তার পরিবারের ছিল না উল্লেখ করে সবুজ হোসেন বলেন, আমাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় পড়ালেখার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাকে। পড়ালেখায় ভালো বলে স্কুল এবং কলেজের শিক্ষকরা আমাকে অনেক সাহায্য-সহায়তা করেছেন। সকলের সহযোগীতায় আজ আমি এতো দূর এসেছি।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী