ফরিদপুর থেকে সংবাদদাতা :ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুইদিনে ভ্রাম্যমাণ আদালত ৬ ব্যক্তিকে বিভিন্ন অপরাধে ৬৮ হাজার টাকা জরিমানা করেছেন। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিন্তে মতিন। আদালত সূত্রে জানা যায় শনিবার বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া কুমার নদ থেকে বালু উত্তোলন করার অপরাধে হাসামদিয়া গ্রামের প্রবাসির স্ত্রী মালেকা বেগমকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অপরাধে ৫০ হাজার টাকা।
রোববার সকালে বোয়ালমারী পৌরসদর বাজারে ভোক্তাঅধিকার ২০০৪ আইনে হোটেল আপ্যায়নের সত্বাধিকারী অমল কুমার সাহাকে ৪ হাজার, গোপিনাথ পালকে ৫ হাজার, শুকুমার সাহাকে ৫ হাজার, মনি মোহন সাহাকে ২হাজার ও গোবিন্দ সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিপি/কেজে