Home আন্তর্জাতিক রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার বিপক্ষে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার বিপক্ষে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস আনলাইন: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিক রাশিয়ার সাথে সংলাপের পক্ষে সমর্থন জানিয়েছেন। এক সাক্ষাতকারে অ্যাসোসিয়েট প্রেসকে তিনি একথা বলেন। খবর তাসের/বাসস।

সাক্ষাতকারে গ্রাবার-কিতারোভিক বলেন, তিনি রাশিয়ার সাথে সহযোগিতামূলক কাজের পক্ষে এবং দেশটিকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার বিপক্ষে। তিনি আরো বলেন, আমাদের নিরাপত্তার ক্ষেত্রে অভিন্ন হুমকির ব্যাপারে আমরা সংলাপ চাই। আমরা একসাথে কাজ করতে চাই।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আসন্ন বৈঠকের ব্যাপারে কথা বলতে গিয়ে গ্রাবার-কিতারোভিক বলেন, এ ব্যাপারে আমি সত্যিই আশাবাদী যে, এ দুই নেতা বিশ্বের স্থিতিশীলতা আন্ত-আটলান্টিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দেবেন। তিনি জোর দিয়ে বলেন যে, বলকান অঞ্চলের সংঘাত মোকাবেলাসহ আরো বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী