Home আন্তর্জাতিক দক্ষিণ আফ্রিকায় তামার খনিতে মাইন বিস্ফোরণে নিহত ৫

দক্ষিণ আফ্রিকায় তামার খনিতে মাইন বিস্ফোরণে নিহত ৫

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস আনলাইন : দক্ষিণ আফ্রিকার একটি তামার খনিতে রোববার মাইন বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় জীবিত অপর একজনকে উদ্ধারে অভিযান চলছে। খবর এএফপি/বাসস।

লিমপোপো প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে মাইন বিস্ফোরণের মাধ্যমে আহরণকৃত পালাবোরা তামার খনিতে শ্রমিকদের বহনকারী একটি কনভেয়ার বেল্টে আগুন লেগে ছয় শ্রমিক আটকা পড়ে বলে খনির মালিকানা প্রতিষ্ঠানটি জানায়। দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ বিভাগের এক টুইট বার্তায় বলা হয়, পালাবোরা মাইন দুর্ঘটনায় পাঁচ শ্রমিকের নিহত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে।আটকে পড়া এক শ্রমিকের উদ্ধার কার্যক্রম চলছে।

আটকে পড়া শ্রমিককে উদ্ধারের পর তদন্ত শুরু হবে। ভূগর্ভস্থ অগ্নিকান্ড হয়েছে এবং আশপাশের এলাকা নিরাপদ ঘোষণা করা হয়েছে। খনি প্রতিষ্ঠান পালাবোরা জানায়, খনিজ সম্পদ বিভাগের খনি ব্যবস্থাপনা কর্মকর্তারা এই ঘটনার তদন্ত করছে।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী