Home আন্তর্জাতিক রাশিয়া কখনোই কোন দেশের নির্বাচনে হস্তক্ষেপ করেনি: পুতিন

রাশিয়া কখনোই কোন দেশের নির্বাচনে হস্তক্ষেপ করেনি: পুতিন

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া কখনোই আমেরিকার আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। ২০১৬ সালের নির্বাচনের হস্তক্ষেপ করেনি। সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুতিন। সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন বলেন, আমি কেন হস্তক্ষেপ করতে যাব। কিংবা কেনই বা ট্রাম্প আমাকে বিশ্বাস করবে। কেউ কি একটা প্রমাণ দেখাতে পেরেছে হস্তক্ষেপ নিয়ে। তাই গুজব নয় প্রমাণ নিয়ে কথা বলতে হবে।
পুতিনের সঙ্গে সহমত প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি একটা অসাধারণ নির্বাচনী ক্যাম্পেইন করেছি। তাই আজকে আমি প্রেসিডেন্ট।
ফিনল্যান্ডের স্থানীয় সময় দুপুর ২টা ১৬ মিনিটে মুখোমুখি বৈঠকে বসেন ট্রাম্প ও পুতিন। দুই নেতা প্রায় ২ ঘন্টা একান্তে বৈঠক করেন। এরপর তারা দ্বিপাক্ষীয় বৈঠকে বসেন। নিজ নিজ দেশে ক্ষমতায় আসার পর ট্রাম্প-পুতিনের এটাই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক ছিল। বৈঠক শেষে দুই দেশের শীর্ষ নেতারা এক টেবিলে দুপুরের খাবার খান ও আলোচনা করেন।
এর ঘন্টাখানেক পর ট্রাম্প ও পুতিন যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়।

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী