Home অন্যান্যএক্সক্লুসিভ লালমনিরহাট রেল বিভাগে জনবল সংকট বর্তমানে মূল সমস্যা

লালমনিরহাট রেল বিভাগে জনবল সংকট বর্তমানে মূল সমস্যা

by Dhaka Office
A+A-
Reset

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : নানা সমস্যা নিয়েই চলছে লালমনিরহাট রেল বিভাগ। বর্তমানে জনবল সংকটি মূল সমস্যা। এছাড়াও ইঞ্জিন সংকট, কোচ সংকট, অবকাঠামো মেরামতসহ নানা সংকটে চলছে লালমনিরহাট রেল বিভাগ।

জানাগেছে, লালমনিরহাট রেল বিভাগে মোট ৫৯ টি ষ্টেশন রয়েছে যার মধ্যে বন্ধ রয়েছে ১৭ টি। বাকি ৪২টি ষ্টেশন দির্ঘদিন থেকে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আয়তনে ৫৩৫.৫৩ কিঃমিঃ মিটার গেজ লাইনে আন্তনগর ট্রেন চলছে ৮টি। লেবেল ক্রসিং গেট রয়েছে ১০৭ টি যার মধ্যে জনবল সংকট রয়েছে ৪৮ টি গেইটে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। ষ্টেশন মাষ্টার ১৭৫ জন প্রয়োজন থাকলেও কর্মরত আছেন ৭৮ জন, তার মধ্যে আবার ৬ জন আছেন প্রশিক্ষনে।

৮০ জন গার্ডের স্থলে কাজ করছেন ৫৫ জন। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত বিভাগিয় পরিবহন কর্মকর্তা মো: সাজ্জাত হোসেন উল্যেখিত তথ্যগুলি নিশ্চিত করে বলেন, বর্তমানে আমাদের মূল সমস্যা জনবল সংকট। ৭৬ জন গেইটম্যান নিয়োগের জন্য উর্ধতন কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে। তিনি আরো বলেন বর্তমান সরকার রেল বান্ধব সরকার। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সড়ক পথের চেয়ে রেল বিভাগকে বেশি প্রাধান্য দিয়েছেন। আমরা আসা করি সরকার খুব দ্রততম সময়ে রেলের জনবলসহ নানা সংকট নিরসনে প্রয়জনীয় পদক্ষেপ গ্রহন করে বাংলাদেশ রেলওয়েকে আরো গতীশিল করবেন।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী