ফরিদপুর থেকে সংবাদদাতা : দৈনিক ঢাকা টাইমস ও এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের নিকট চাঁদা দাবী ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বোয়ালমারী রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)।
২৫ নভেম্বর সোমবার দুপুরে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বোয়ালমারী মিডিয়া হাউজে সংগঠনটির সভাপতি আমীর চারু বাবলুর সভাপতিত্বে ও মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী বার্তা সম্পাদক এ্যাড. কোরবান আলী, কাজী আমিনুল ইসলাম, সেলিম রেজা লিপন, মো. আনোয়ার হোসেন, কামরুল সিকদার।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ‘বাংলাপ্রেস ডটকম’ ফরিদপুর সংবাদদাতা বিপ্লব আহমেদ, মো. সেলিম বিশ্বাস, সাইফুল্লাহ নজীর মামুন, ইলিয়াস মোল্যা, হাসান মাহমুদ মিলু, সনৎ চক্রবর্তী, ওলিয়ার শেখ প্রমুখ। বক্তারা, আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকিদাতা সন্ত্রাসীকে দ্রত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর দুপুরে শীর্ষ সন্ত্রাসী শাহাদত পরিচয়ে দোলনের ব্যক্তিগত মোবাইল ফোনে চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দোলন। রমনা মডেল থানার জিডি নম্বর ১৪৪৫, তারিখ ২৩ নভেম্বর ২০১৯।
বিপি/আর এল