Home আন্তর্জাতিক ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ফের অবরোধ ‘অগ্রহণযোগ্য’: ফ্রান্স

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ফের অবরোধ ‘অগ্রহণযোগ্য’: ফ্রান্স

by bnbanglapress
A+A-
Reset

ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোর ওপর আবার যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপ করাকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে ফ্রান্স।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি বাতিল করার পর ইরানের ওপর নতুন করে এই অবরোধ আরোপ করলেন।

শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-ইভ্‌স লো ড্রিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করা উচিত হবে না।

যুক্তরাষ্ট্র বলেছে, ছয়মাসের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ইরানের সঙ্গে বাণিজ্য কার্যক্রম বন্ধ করতে হবে এবং তারা নতুন কোনো কাজের ঠিকাদারি নিলে তাদের ওপরও অবরোধ আরোপ করা হবে।

ফ্রান্সের লো প্যারিসিয়ঁ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে লো ড্রিয়ান বলেন, ‘নিজ দেশের বাইরে তাদের অবরোধের বিস্তৃতি আমাদের কাছে অগ্রহণযোগ্য মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের নিজের করা একটা চুক্তি থেকে বেরিয়ে গেলে তার জন ইউরোপীয় দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করা উচিত হবে না।’

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী