ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। যাতে তারা কিভাবে রাজাকার, আল-বদররা দেশে গণহত্যা-অগ্নিসংযোগ করেছে এর সকল তথ্য সঠিকভাবে জানতে পারে।
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে অক্লান্ত ভাবে কাজ করে চলেছেন। কারণ মুক্তিযোদ্ধারা আমাদের দেশের অহংকার। সোমবার দুপুর ২টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে ধুনট পৌরসভার আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, নগদ অর্থ ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মতিয়ার রহমান সাজু, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, গোলাম ওহাব, আজাহার আলী ভূইয়া, রুহুল আমিন, সাবেত আলী ও মুক্তিযোদ্ধার সন্তান কলামিষ্ট রেজাউল হক মিন্টু প্রমুখ।
বিপি/কেজে