Home অন্যান্যএক্সক্লুসিভ ডোমারে শীতের তীব্রতায় জনজীবন বিপন্ন

ডোমারে শীতের তীব্রতায় জনজীবন বিপন্ন

by Dhaka Office
A+A-
Reset

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে শীতের তীব্রতায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। প্রচন্ড ঠান্ডা, কুয়াশায় ও হালকা বাতাসে কাঁপছে ছিন্নমূল মানুষ। বিভিন্ন স্থানে বইছে মাঝারী শৈত্যপ্রবাহ, বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন।

বয়স্ক ও শিশুদের নিয়ে চরম বিপাকে পড়েছে পরিবারের লোকজন। বেশ কয়েকদিন ধরে নীলফামারী জেলার ডোমার উপজেলা সহ আশেপাশের এলাকায় মাঝে মাঝে সূর্যের মুখ দেখা মিললেও শীতের তীব্রতাত কমেইনি সেই সাথে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় নষ্টহয়ে যাচ্ছে কৃষকের আলু ও বোরো ধানের বীজ তলাসহ শীতকালীন শাকসব্জি। অপর দিকে হলুদ ও মরিচের চারা পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে।

মধ্যবিত্ত ও নিম্ন শ্রেনীর মানুষ স্বল্প দামে ডোমার রেললাইনের উপড়ে পুরনো কাঁপড়ের দোকানে উপচেপড়া ভীড় চোখে পড়ার মতো। জুতা, মোজার দোকানেও ক্রেতাদের কমতি নেই। দিনের বেলা তাপমাত্রা ১০ থেকে ১২ডিগ্রী সেন্টিগ্রেডে উঠানামা করলেও রাতে তা ৬ থেকে ৭ ডিগ্রিতে নেমে আসে। সকালে ঘনো কুয়াশার কারণে সব ধরনের গাড়ী হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। অপরদিকে শীত জনিত কারণে কষ্টে থাকা ছিন্নমূল মানুষের মাঝে ডোমার থানা সহ বিভিন্ন সামাজিক সংগঠন শীতবস্ত্র বিতরণ করছে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী