বাংলাপ্রেস ডেস্ক: নতুন বার্তা নিয়ে দোরগোড়ায় হাজির হয়েছে ইংরেজি নতুন বছর-২০২০ সাল। বাংলাদেশসহ অনেক দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ইংরেজি বর্ষবরণের।
কয়েকটি দেশ ইতোমধ্যে বরণ করে নিয়েছে নতুন বছরকে। দেশে দেশে নিজস্ব ভাষা-সংস্কৃতি অনুযায়ী ইংরেজি নতুন বছরের উৎসবে থাকে নানা বৈচিত্র্য।
ইংরেজি নতুন বছর বরণটি আন্তর্জাতিক উৎসব হয়ে উঠেছে। আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে বিশ্বের প্রথম শহর হিসেবে নতুন বছরকে বরণ করার সুযোগ পায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। ঘড়িতে স্থানীয় সময় রাত ১২টা বাজতেই প্রায় এক হাজার ফুট উচ্চতার স্কাই টাওয়ারের বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিউজিল্যান্ডবাসী।
মহা ধুমধামের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে অভ্যস্ত অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে দাবানলের কারণে বিক্ষোভের মুখেও সিডনিতে নতুন বছরকে বরণ করতে ঐতিহ্যবাহী আতশবাজি প্রদর্শনী হয়েছে। ঘড়ির কাঁটায় ১২টা বাজার সঙ্গে সঙ্গেই চোখ ধাঁধানো আতশবাজি আর বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে দ্বিতীয় দেশে হিসেবে নতুন বছরকে বরণ করে অস্ট্রেলিয়া। ঐতিহ্যবাহী সিডনি হারবারের মনোমুগ্ধকর আতশবাজি উপভোগ করতে আগে থেকেই জড়ো হয় হাজার হাজার মানুষ। কয়েক টন ওজনের এক লাখ আতশবাজির ঝলকানি সিডনির আকাশে।
যুক্তরাস্ট্রের টাইমস স্কোয়ার, ফ্রান্স, জামার্নি ও ইউরোপের দেশগুলোতে নেয়া হয়েছে ইংরেজি নতুন বছরকে বরণের প্রস্তুতি।
বিপি/আর এল