বাংলাপ্রেস ডেস্ক: পৃথিবীর সবচেয়ে বড় ফুল র্যাফ্লেশিয়া তুয়ান মুদাই। এবার ফুটন্ত অবস্থায় এ ফুলের খোঁজ মিলল ইন্দোনেশিয়ায়। লাল রঙয়ের বিশাল এই ফুলটির আকৃতি প্রায় ১১১ সেন্টিমিটার বা ৩ দশমিক ৬ ফুট। কয়েক বছর আগে পশ্চিম সুমাত্রায় একটি ফুল পাওয়া গিয়েছিল যার আকৃতি ছিল ১০৭ সেন্টিমিটার। ইন্দোনেশিয়ায় পাওয়া এ ফুলটি সেই রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানান বিশেষজ্ঞরা।
আদে পুত্রা নামের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, এখন পর্যন্ত সবচেয়ে বড় আকৃতির ফুলের রেকর্ড হিসেবে নিজের নাম লিখিয়েছে এই ফুলটি। নষ্ট হয়ে ঝরে যাওয়ার এক সপ্তাহ আগে ফুলটি এর পাপড়িগুলো মেলে দেয়। বিশেষজ্ঞরা পরীক্ষার জন্য ফুলটির কিছু অংশ তাদের সঙ্গে নিয়ে গেছেন।
এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের বেশ কিছু জায়গাতে এই ফুলটি হয়ে থাকে। এছাড়া ফিলিপাইনেও এর দেখা মেলে। খাদ্যাভ্যাসের দিক থেকে জানা গিয়েছে এই ফুলটি বিশেষ ধরনের গন্ধের সাহায্যে পোকামাকড়কে আকৃষ্ট করে খেয়ে থাকে।
বিপি/কেজে