299
অনুষ্ঠিত হল সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা।
বৃহস্পতিবার ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে এই সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।
সভায় ২০১৭ সালের আর্থিক বিবরণী এবং শেয়ারহোল্ডারদের জন্য ১৩ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মাকসুদুর রহমান, পরিচালক আব্দুল কাদির মোল্লা, বেগম সুফিয়া আমজাদ, মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব মিজানুর রহমান, মোহাম্মাদ নেওয়াজ, ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, তাহমিনা আফরোজ, স্বতন্ত্র পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান সভায় উপস্থিত ছিলেন।