Home বিনোদন চলচ্চিত্রে আসছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি

চলচ্চিত্রে আসছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে এবার আগ্রহী হয়েছেন বলিউডের বরেণ্য অভিনেত্রী প্রয়াত শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। শোনা যাচ্ছে, জাহ্নবী কাপুরের পর শিগগিরই চলচ্চিত্রে দেখা যাবে খুশি কাপুরকে। তাঁর বয়স এখন ১৭। মডেলিং করছেন। ‘ধড়ক’ ছবির প্রচারণার সময় জাহ্নবীর সঙ্গে দেখা গেছে খুশিকে। স্পটবয় ই ম্যাগাজিনকে বাবা বলিউডের প্রখ্যাত প্রযোজক বনি কাপুর বললেন, ‘খুশি তাঁর মা আর বোনের মতো চলচ্চিত্রের নায়িকা হতে চায়।

এই সাক্ষাৎকারে বড় মেয়ে জাহ্নবী কাপুরের ব্যাপারে বনি কাপুর বললেন, আমি জাহ্নবীকে সব সময় অনুপ্রেরণা দিই। সেটা অভিনয়ের ক্ষেত্রেই হোক বা অন্য কোনো বিষয়ে।

খুশি কাপুরখুশি কাপুরআর বড় ছেলে অর্জুন কাপুরকে নিয়ে তিনি বললেন, ‘অর্জুনের মধ্যে নায়ক হওয়ার দক্ষতা ছিল, তা আমি কোনো দিন বুঝতে পারিনি। ওর ব্যাপারে সালমান খান আমাকে প্রথম বলেছে। ও না জানালে হয়তো তা কোনো দিন জানতেও পারতাম না। আমার আরেক মেয়ে অংশুলা কিন্তু পড়াশোনায় দুর্দান্ত। অন্যদিকে খুশি একজন মডেল হিসেবে জনপ্রিয় হতে চায়। এরপর চলচ্চিত্রে অভিনয় করবে।’

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী