বাংলাপ্রেস ডেস্ক: করোনায় খাদ্য সংকটে পড়তে পারে এমন মানুষদের সহায়তা প্রদান করেছে বরিশাল জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে, উপজেলা পরিষদ চত্ত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত আহার্য প্রদান কার্যক্রমের সূচনা করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এ সময় সরকারের নিয়ম মেনে গণজমায়েত না করে বাসায় অবস্থান করার অনুরোধ জানান তিনি।
স্থানীয় প্রশাসন থেকে আরো জানানো হয়েছে, বরিশাল মহানগরসহ জেলার ১০ টি উপজেলায় একযোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রাথমিক ভাবে প্রতিটি উপজেলায় ১৩০ জন কর্মহীন খেটে-খাওয়া পরিবারের মাঝে চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি এবং একটি সাবান বিতরণ করবে উপজেলা প্রশাসন। অর্থাৎ প্রথমিকভাবে বরিশাল জেলায় ১৩০০ জনকে এই সহায়তার আওতায় আনা হয়েছে।
পর্যায়ক্রমে এ সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। ত্রাণ বিতরণ সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান প্রমূখ।
বিপি/আর এল