Home বিনোদন দুর্ঘটনার কবলে যুক্তরাষ্ট্রের পর্ন তারকা মিয়া খলিফা

দুর্ঘটনার কবলে যুক্তরাষ্ট্রের পর্ন তারকা মিয়া খলিফা

by Dhaka Office
A+A-
Reset

ছবি : ইন্টারনেট

বাংলাপ্রেস অনলাইন: আইস হকি খেলা দেখতে গিয়ে এ দুর্ঘটনার মুখোমুখি যুক্তরাষ্ট্রের পর্ন তারকা মিয়া খলিফা। যেতে হচ্ছে হাসপাতালে। অস্ত্রোপচার করাতে হচ্ছে এক উদ্ভট কারণে! খেলা দেখার সময় তিনি বুকে আঘাত পান, রক্তও বের হয়। ।

মিয়া খলিফা গতকাল সোমবার আইস হকি দেখতে দর্শক সারিতে বসেছিলেন। হঠাৎই ছয় আউন্স ওজনের হকির একটি অংশ ‘পাক’ (আইস হকিতে ব্যবহৃত ডিস্ক) এসে তাঁর বুকে আঘাত করে। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি স্টারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে এ খবর জানিয়েছে।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে মিয়া খলিফা জানান, খেলা চলাকালে তিনি কাঁচের দেওয়ালের পেছনে বসেছিলেন। ভাবতেই পারেননি যে হুট করে ডিস্কটি এসে তাঁর বুকে আঘাত করবে! তিনি ডিস্কটি বুকে চেপে ধরেছিলেন। নইলে রক্ত ছড়িয়ে যেত!

তবে খেলার যে সামগ্রীটি তাঁকে আঘাত করেছে, তা তিনি বাড়িতে নিয়ে যান। মিয়া বলেন, ‘হকিপ্রিয় যে কারো জন্যই এটি একটি স্মারক।’

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী