Home খেলা রাজস্থানের বিপক্ষে ব্যাটিংয়ে চেন্নাই

রাজস্থানের বিপক্ষে ব্যাটিংয়ে চেন্নাই

by bnbanglapress
A+A-
Reset

আইপিএলের চলতি আসরের ৪৩তম ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। জয়পুরে দিনের একমাত্র ম্যাচ এটি। প্রতিপক্ষের মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াচ্ছে খেলা।

এ ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে চেন্নাই। আসর জুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চলেছে দুই বছরের নির্বাসন কাটিয়ে ফেরা দলটি। এখন পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট তাদের। এ ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে চেন্নাইয়ের।

অন্যদিকে রাজস্থান দুর্দান্ত কিছু করে দেখাতে পারেনি এবার। সাধারণ মানের পারফরম্যান্স আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলটির। চেন্নাইয়ের মতো রাজস্থানও দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফিরেছে। ১০ ম্যাচ খেলে দলটি জিতেছে মাত্র ৪ ম্যাচে। তাতে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে অবস্থান দলটির।

এম্যাচে দুটি করে পরিবর্তন এসেছে উভয় দলে। চেন্নাইয়ের হয়ে ফিরেছেন স্যাম বিলিংস ও করুন শর্মা। অন্যদিকে রাজস্থানের হয়ে একাদশে ফিরেছেন অঙ্কিত শর্মা। রাজস্থানের হয়ে অভিষেক হচ্ছে প্রশান্ত চোপড়ার।

টিএআর

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী