Home অন্যান্যএক্সক্লুসিভ শিল্পী আকবরের দায়িত্ব নিলেন জায়েদ খান

শিল্পী আকবরের দায়িত্ব নিলেন জায়েদ খান

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: করোনা মহামারিতে সংগীতশিল্পী আকবরের অবস্থা শোচনীয়। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবস্থার কথা তুলে ধরেন এই গায়ক। তিনি জানান, গত দুই মাস যাবৎ কোনো কাজই করতে পারেননি। বাসাতেও খাবার নেই। মুদির দোকানি বাকি বন্ধ করে দিয়েছে। পরিবার নিয়ে একপ্রকার উপোস থাকতে হচ্ছে তাকে।

গণমাধ্যমের সুবাদে বিষয়টি নজরে আসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের। রাত সাড়ে আটটার দিকে আকবরের মিরপুরের ভাড়া বাসায় হাজির হন এই নায়ক। এ সময় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি নগদ অর্থও আকবরের হাতে তুলে দেন জায়েদ খান। সেই সঙ্গে অসুস্থ আকবরের চিকিৎসার দায়িত্বও নেন তিনি।

জায়েদ খান বলেন, ‘শিল্পী হিসেবে শিল্পীর পাশে দাঁড়িয়েছি। যখন জানতে পারলাম, আকবর ভাই সমস্যায় আছেন। তখন ঠিকানা ম্যানেজ করে উনার বাসায় চলে যাই। যা দেখেছি বা শুনেছি, বলতে চাই না। যত দিন লকডাউন থাকবে, আমি উনার বাসায় খাবার পাঠাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

জায়েদ খান আরও জানান, আকবরের জন্য যা যা করছেন সবকিছুই তিনি তার ব্যক্তিগত উদ্যোগে করছেন। যেহেতু আকবর সমিতির সদস্য নয়, তাই এর সঙ্গে শিল্পী সমিতির কোনো সংশ্লিষ্টতা নেই।

‘তোমার হাত পাখার বাতাসে’ গানের এই গায়ক গত বছরের জানুয়ারিতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিডনি, রক্তশূন্যতা, টিবি ভাইরাসে আক্রান্ত হন তিনি। কোমর থেকে দুই পা অবধি অবশ হয়ে যায়। সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবরকে ডেকে তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা (সঞ্চয়পত্র) অনুদান দেন। সেই টাকায় মাসে গড়ে সাড়ে ১৬ হাজার টাকা পান আকবর। সেটি একবারে তিন মাস পর দেওয়া হয়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী