Home অন্যান্যএক্সক্লুসিভ কর্ণফুলীতে বকেয়া বেতনের দাবিতে কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

কর্ণফুলীতে বকেয়া বেতনের দাবিতে কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

by Dhaka Office
A+A-
Reset

চট্টগ্রাম থেকে সংবাদদাতা : দু মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গোল্ডেন সান লিমিটেড নামে একটি কারখানার কয়েকশত শ্রমিকরা।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টা থেকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আজিমপাড়া এলাকায় কারখানার সামনের সড়কে তারা আন্দোলন শুরু করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে বেতন ভাতা দেয় নি কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ঈদের আগে এক মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও বোনাস পরিশোধ না করার কথা জানায় কর্তৃপক্ষ। তাই বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে সকাল থেকে আন্দোলনে নেমেছে শ্রমিকরা। শ্রমিকরা আরো জানান, চলতি মাসের ১০ মে বেতন দেওয়ার কথা জানিয়ে এর অাগেও আন্দোলন থামান। কিন্তু তা গত হয়েছে বেতন দেয়নি।

কারখানার ম্যানেজার ওমর হায়দার বলেন, বেতন ভাতা নিয়ে শ্রমিকরা যে আন্দোলন করছিল তা নিয়ে সমঝোতা হয়েছে। গত মার্চ মাসের বেতন আগামি ১৭ মে রকেটের মাধ্যমে এবং এপ্রিল মাসের বেতন ২০ মে একইভাবে পরিশোধ করা হবে। এছাড়া বোনাসের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা চলছে। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

বিপি/ আর এল

নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন :

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী