আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি থেকে : ঝালকাঠির রাজাপুরে মো. জহিরুল হাচান মোল্লা (২৪) নামে এক যুবককে গুম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নিখোজ যুবকের পিতা মো. ইউসুব মোল্লা বাদী হয়ে রাজাপুর থানায় ১০-১২ জনকে আসামি করে একটি গুমের মামলা দায়ের করেছে। নিখোজ জহিরুল উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া গ্রামের ইউসুব মোল্লার পুত্র।
মামলার বাদী ও যুবকের পিতা মো. ইউসুব মোল্লা জানায়, গত (১০ মে) রোববার দুপুরে স্থানীয় কয়েকজন যুবক জহিরুলকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর থেকে রাত অবধি বাড়ী না ফেরায় তারা এলাকার বিভিন্ন স্থানে ও পরিচিত পরিজনের কাছে খেজ খবর শুরু করেন। কিন্তু গত ৩ দিন ধরে বাড়ী ফিরে না আসায় বর্তমানে তারা জহিরুলের জীবন নিয়ে চরম আশংকায় দিন কাটাচ্ছে। তিনি আরো জানান, তার খোজাখুজি করে জানতে পারেন উক্ত আসামীরা জহিরুলকে চল্লিশ কাহনিয়ার নদী পারের একটি বাড়িতে ডুকিয়ে চোখ-মুখ বেঁধে মারধর করে। সেখান থেকে চোখ-মুখ বাঁধা অবস্থায় স্থানীয় এক জেলের নৌকায় করে নদীর ওপার পালট গুচ্ছ গ্রামে নেয়া হয়। গুচ্ছ গ্রাম থেকে আবার নিজামিয়া এলাকার (একটি হিন্দু) মধুর বাড়িতে নিয়ে যাওয়া।
এভাবে তিনদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত জহিরুলের কোনো সন্ধান মেলেনি। আর জহিরুল ঘুমের পর থেকে অভিযোগনামীয় উক্ত যুবকরা পলাতক রয়েছে। এখন পর্যন্ত রাজাপুর থানা পুলিশ কাউকে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদও করতে পারেনি এবং নিখোজ পুত্রকেওফেরৎ পাননি বলে তিনি আহাজারী করেন।
রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, জহিরুল হাচানকে গুমের অভিযোগে ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। তাকে খুঁজে বের করতে ও আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিপি/আর এল