Home বাংলাদেশবরিশাল পরকীয়ার জেরে ঝালকাঠিতে পুলিশ কনেষ্টবল নাদিয়ার বিষপানে আত্মহত্যা

পরকীয়ার জেরে ঝালকাঠিতে পুলিশ কনেষ্টবল নাদিয়ার বিষপানে আত্মহত্যা

by Dhaka Office
A+A-
Reset

ছবি : বামে কনস্টেবল নাদিয়া আফরিনের পরিচয়পত্র মাঝে নাদিয়া আফরিন এবং ডানে পরকিয়া প্রেমিকের সাথে

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠি পুলিশ লাইনের নারী ব্রাকে পুলিশ কনস্টেবল নাদিয়া আফরিন (২৮) বিষপানে আত্মহত্যা করছেন।

বৃহস্পতিবার রাতে বরিশাল শের-ইং বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ঝালকাঠি থানা পুলিশ ও নিহতের স্বামী পুলিশ কনেষ্টবল তরিকুল ইসলাম জানিয়েছে। নিহত নাদিয়া আফরিন ভীষন বদমেজাজী ও একাধিক পরকীয়া সম্পর্কসহ বহুগামীতায় জড়িত ছিল ও তাই নিয়ে প্রায়শই দাম্পত্ত কলহ লেগেই থাকতো বলে একাধিক সূত্রে জানা গেছে। বিকাল ৫টায় এরিপোর্ট লেখার সময় পর্যন্ত নিহতের স্বামী পুলিশ কনেষ্টবল তরিকুল ইসলাম পুলিশের নজরদারীতে (অবজার্ভেশনে) রয়েছে বলে ঝালকাঠি থানার পুলিশ ও স্বামী তরিকুল ইসলামের পিতা জানিয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, নারী পুলিশ সদস্যের আত্মহত্যার খবর আমিও শুনেছি। পারিবারিক কলেহের কারণে এ ঘটনাটা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহত নাদিরার স্বামী পুলিশ কনেষ্টবল তরিকুল ইসলামও ঝালকাঠি পুলিশ বিভওিগ কর্মরত।

এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। এ ব্যাপারে এখোন পর্যন্ত কোনকোন মামলা বা অপমৃত্যু মামলা হয়েছে কিনা জানতে জাইলে তিনি স্পষ্ট করেনি। ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগের স্টাফ সমির চক্রবর্তী বলেন, বিকেল ৫টার দিকে পুলিশ লাইন থেকে বিষ পান করা এক নারী পুলিশ সদস্যকে হাসপাতালের আনা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই নারী বেশি পরিমানে বিষপান করেছিলেন বলেও জানান সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত স্টাফ সমির চক্রবর্তী। একটি নির্ভরযোগ্য সূত্রে জানায়, ওই নারী কনস্টেবল নাদিয়া আফরিন সাথে আরেক পুলিশ সদস্য ফরহাদ, জনৈক এক প্রকৌশলীসহ একাধিক ব্যক্তির সাথে অবৈধ দৈহিক ও পরকীয়ার সম্পর্ক ছিল। যার মধ্যে উক্ত ফহোদের সাথে বিবাহের পরেও নিহত নাদিরা সম্পর্ক চালিয়ে আসছিল।

ইতিপূর্বে ফরহাদের কাছে থাকা অনেক অবৈধ ছবি ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে নাদিরা ও তার স্বামী কনেষ্টবল তরিকুলের কাছ থেকে ভিবিন্ন সময় টাকা-পয়সা হাতিয়ে নিতো। তাই নিয়ে পুলিশ দম্পতির মধ্য ঝগড়া বিবাদলেগেই থাকতো। কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী