Home বাংলাদেশবরিশাল কলেজ ছাত্রীকে ৩ দিন আটকে গণধর্ষণের পর মুক্তিপন দাবি, আটক ৬

কলেজ ছাত্রীকে ৩ দিন আটকে গণধর্ষণের পর মুক্তিপন দাবি, আটক ৬

by Dhaka Office
A+A-
Reset

ঝালকাঠি থেকে সংবাদদাতা : ঝালকাঠির কাঁঠালিয়ায় একদল বখাটেরা প্রেমিক যুগলসহ ৩জনকে ৩ দিন জিম্মি রাখা ও প্রেমিকাকে গনধর্ষণের পরে অভিভাবকদের কাছে মুক্তিপন নেয়ার সময় ২ বখাটেকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে কাঠালিয়ার চেচরী এলাকার একটি বিকাশের দোকান থেকে মুক্তিপনের টাকা নেয়ার সময় পুলিশ দুজনকে আটকের পর জিম্মি ৩জনকে উদ্ধারসহ বখাটে চক্রের আরো ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে। রাতেই নির্যাতনের শিকার মেয়েটি বাদী হয়ে ১০ জনকে আসামি করে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করে। শুক্রবার দুপুরে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয় বলে পুলিশ নিশ্চিত করেন। গভির রাতে কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মাঝেরপুল এলাকার একটি বাসা থেকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে।

এসময় পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত দুই নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। মেয়েটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। অভিযোগ সুত্রে ও পুলিশ জানায়, মেয়েটির সাথে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রিমন হাওলাদার তানভীরের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পরে প্রেমের সর্ম্পক হয়। গত ২৬ মে তানভীর তার বন্ধু রায়হানকে নিয়ে নাজিরপুরে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে যায়। ওই দিনই তারা ৩জন মোটরসাইকেলযোগে পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ে যাওয়ার পথে কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মাঝেরপুল এলাকায় বখাটে
রিপন জমাদ্দার, আফজাল ও রাকিবসহ কয়েকজন যুবক তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে মোবাইলফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে ওই ছাত্রীকে পাশের একটি বাগানে নিয়ে তারা পালা ক্রমে ধর্ষণ করে। বখাটেরা তিনজনকে স্থানীয় হোসনেয়ারা বেগমের ঘরে তিন দিনধরে আলাদা আলাদা কক্ষে আটকে রেখে অভিভাবকদের কাছে ৫০ হাজার টাকা করে মোবাইল ফোনে মুক্তিপন দাবি করে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে প্রেমিক তানভীরের অভিভাবকরা টাকা দিতে রাজী হলে বখাটেরা একটি বিকাশ নাম্বারদেয় এবং বিষয়টি কাউকে জানালে ৩জনতেই হত্যা করার হুমকি দেয়। বৃহস্পতিবার রাতে বখাটেদের দেয়া বিকাশ নাম্বারে মুক্তিপন বাবদ ৩০ হাজার টাকা পাঠায় ও গোপনে কাঠালিয়া থানা পুলিশকে বিষয়টি জানায়।

বখাটে দলের আক্কাস (২৩) ও বেল্লাল (২৬) নামে দুই সদস্য উক্ত বিকাশ দোকান থেকে টাকা তুলে নেয়ার সময় কাঁঠালিয়া থানা পুলিশ তাদের আটক করে। পরে তার দেওয়া তথ্যানুযায়ী পুলিশ হোসনেয়ারা বেগমের ঘর থেকে জিম্মি ৩জনকে উদ্ধার ও বখাটে দলের রিপন (১৭), রাকিব(১৮),হোসনেআরা (৩৮),তানিয়া (২০) কে আটক করে। এ ব্যাপারে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে পুলিশ কলেজছাত্রী, তার প্রেমিক তানভীর ও বন্ধু রায়হানকে উদ্ধার করে। এ ঘটনায় আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা ঘটনায় জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে। মামলার অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে।

বিপি/আর এ

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী