বাংলাপ্রেস অনলাইন : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ দাবানল নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।দাবানলের আগুন আবাসিক এলাকার কাছে চলে আসায় এবং বাতাসের দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়ায় শুক্রবার অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ স্থানীয়দের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রায় এক মাস দাবানলের পর জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে ‘ঘন ধোঁয়া’ যুক্তরাষ্ট্রের নর্দান প্ল্যাইনের দিকে ছড়িয়ে পড়ছে।পার্শ্ববর্তী আরিজোনা অঙ্গরাজ্যের কাইবাব ন্যাশনাল ফরেস্ট বিভাগ সতর্ক করে বলেছে, ‘পশ্চিমাঞ্চলে দাবানলের কারণে গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে।’
তবে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে বায়ু দূষণের পরিমাণ সবচেয়ে বেশি। তাই সেখানে সর্বোচ্ছ সতর্কতা জারি করা হয়েছে। শিশু ও বৃদ্ধদের জন্য বায়ু দূষণের এই মাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করে দেয়া হয়েছে।অঙ্গরাজ্যটির ইতিহাসে দুটি পৃথক দাবানলের মেন্ডোসিনো কমপ্লেক্স সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ঘোষণা দেয়া হয়।
বাংলাপ্রেস / এফএস